New Update
/anm-bengali/media/post_banners/wnlDkW02CLIRTB3orA2j.jpg)
নিজস্ব প্রতিনিধি-দিনে-রাতে প্রতিনিয়তই চুরির ঘটনা ঘটে চলেছে আগরতলা শহর জুড়ে। রাস্তা থেকে ছিনতাই হচ্ছে কারুর গলার হার তো কারুর কানের দুল। এমন কি গভীর রাতে হানা দিচ্ছে চোরের দল। রেশন সপ থেকে শুরু করে বিভিন্ন দোকান। বাদ যাচ্ছেনা বাড়ি ঘরের জিনিসপত্রও। এবারে চোরের হানা আগরতলা পৌর নিগমের মেয়র দীপক মজুমদারের নিজস্ব অফিসে। বৃহস্পতিবার রাতে তালা ভেঙে মেয়রের অফিস তছনছ করেছে চোরের দল। তদন্ত চালাচ্ছে আগরতলা পশ্চিম থানার পুলিশ। একের পর এক চুরির ঘটনায় আগরতলা শহরের সুরক্ষা নিয়ে এবার প্রশ্ন উঠেছে সর্বত্র।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us