দীঘার সৈকতে ঘোড়সওয়ারে নিষেধাজ্ঞা!

author-image
Harmeet
আপডেট করা হয়েছে
New Update
দীঘার সৈকতে ঘোড়সওয়ারে নিষেধাজ্ঞা!

নিজস্ব প্রতিনিধি, দীঘাঃ  দীঘা গিয়ে সমুদ্রস্নান তো আছেই, সী বীচে ঘুরে বেড়ানো, টাটকা সামুদ্রিক মাছের ফ্রাই, সঙ্গে ঘোড়ার পিঠে চেপে ফটো সেশন চলতেই থাকে। এবার দূষণরোধ এবং সমুদ্রের তটভূমি পরিচ্ছন্নতার রক্ষার্থে দীঘার সমুদ্র সৈকতে ঘোড়া চলাচলের উপর নিষেধাজ্ঞা জারি করল প্রশাসন। দীঘা শঙ্করপুর উন্নয়ন সংস্থার (DSDA) তরফে স্পষ্ট নির্দেশিকা জারি করে বলা হয়েছে যে পর্যটক সুরক্ষা এবং দীঘার সমুদ্র সৈকতের দূষণরোধে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। স্পষ্ট বলা হয়েছে, সমুদ্র সৈকতে ঘোড়ার প্রবেশ চলবে না।