নিজস্ব সংবাদদাতাঃ আমেরিকার মায়ামি থেকে লন্ডন যাচ্ছিল একটি উড়ান। সূত্রের খবর, সেই উড়ানের এক মহিলা যাত্রী কিছুতেই মাস্ক পরতে রাজি হননি। সে জন্য মাঝ আকাশ থেকে ফের মায়ামিতে ফিরে এসেছে ওই বিমান। এর জেরে বিপাকে পড়েছেন ওই উড়ানের বাকি যাত্রীরা। পরবর্তী উড়ান না পাওয়া পর্যন্ত মায়ামির হোটেলে থাকতে বাধ্য হয়েছেন তাঁরা।