New Update
/anm-bengali/media/post_banners/nVCxVH7PReJrqEfA45Gs.jpg)
নিজস্ব সংবাদদাতাঃ পুরভোটের প্রচারে রীতিমত ব্যস্ত প্রতিটি দল। শাসক থেকে বিরোধী প্রতিটি দলের ব্যস্ততা তুঙ্গে। এর মধ্যে আবার বিজেপির দলীয় কার্যালয়ের পতাকা, ফেস্টুন, ব্যানার ছিঁড়ে ফেলে দেওয়ার অভিযোগ উঠল। উত্তর ২৪ পরগনার বসিরহাট মহকুমার বাদুড়িয়া পৌরসভার ১৬ নম্বর ওয়ার্ডের তারাগুনিয়া এলাকার ঘটনা। জানা গিয়েছে, সেখানে বিজেপির দলীয় কার্যালয়ের সামনে পতাকা, ফেস্টুন ও ব্যানারে সর্বভারতীয় নেতাদের ছবি লাগানো ছিল। শুক্রবার সকাল দশটা নাগাদ কার্যালয় খুলতে এসে দলীয় কর্মীরা দেখেন, তাদের সবকিছু লণ্ডভন্ড হয়ে রয়েছে। ছেঁড়া ফেস্টুন ও ব্যানার পাশের বাঁশ বাগানে অবিন্যস্ত অবস্থায় পড়ে রয়েছে। এই নিয়ে এলাকায় রাজনৈতিক উত্তেজনা শুরু হয়েছে।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us