শবরীমালা পুজো দিতে পাল্কি চেপে অজয়

author-image
Harmeet
আপডেট করা হয়েছে
New Update
শবরীমালা পুজো দিতে পাল্কি চেপে অজয়

নিজস্ব সংবাদদাতাঃ ধর্মীয় স্থানে পুজো দিতে গিয়ে বিতর্কের মুখে জড়ালেন অভিনেতা অজয় দেবগণ। কেরলের বিখ্যাত শবরীমালা মন্দিরে পুজো দিতে গিয়েছিলেন তিনি, সেখানকার কিছু ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। যেখানে দেখা গিয়েছে, পাল্কি চেপে মন্দিরে যেতে অজয়কে। আর তাতেই চটেছে আমজনতা। কেউ কেউ মন্তব্য করেছেন, 'এভাবে পুজো দিতে যাওয়ারই বা কি দরকার ছিল', ‘বয়স্করা একমাত্র এভাবে মন্দিরে যায়’, ‘অনলাইনে পুজো দিলেই পারত’, ‘সত্যি খুব শক্ত মন্দির যাওয়া… ভগবানের উচিত ছিল নেমে অজয়ের সঙ্গে দেখা করা’, ‘ভগবানকে ভিডিও কল করলেও তো পারতেন’-র মতো নানা কমেন্ট পড়েছে ভাইরাল হওয়া সেইসব ভিডিওতে।