নিজস্ব সংবাদদাতাঃ করোনা পরিস্থিতির কিছুটা উন্নতি হওয়ায় স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয় খোলার দাবিতে ফেসবুক-টুইটারে সরব হলেন অভিভাবকদের একাংশ। এই অভিভাবকদের দলে রয়েছেন কিছু বিশিষ্ট জনও। হ্যাশট্যাগ 'ওপেনস্কুলকলেজইউনিভার্সিটি' লিখে সোশ্যাল মিডিয়ায় স্কুল খোলার দাবি জানাচ্ছেন তাঁরা।অভিভাবকদের মতে, পুর ভোট থেকে শুরু করে মেলা সংক্রমণের কারণে আটকে নেই কিছুই। অথচ সরকার কেন শিক্ষা প্রতিষ্ঠানগুলি বন্ধ রেখেছে? এতে পড়ুয়াদের ভবিষ্যৎ নষ্ট হচ্ছে বলে আশঙ্কা তাঁদের।