বকেয়া কর আদায়ে কঠোর পুরসভা!

author-image
Harmeet
আপডেট করা হয়েছে
New Update
বকেয়া কর আদায়ে কঠোর পুরসভা!


নিজস্ব সংবাদদাতাঃ কলকাতা পুরসভার অনাদায়ী সম্পত্তিকরের পরিমাণ এই মুহূর্তে প্রায় আড়াই হাজার কোটি টাকা। কোষাগারের অবস্থাও সঙ্গিন। এ দিকে, মেয়র হিসাবে শপথ নেওয়ার পরে বৃহস্পতিবার পুরসভার কর-রাজস্ব বিভাগের আধিকারিকদের সঙ্গে প্রথম বৈঠক করলেন ফিরহাদ হাকিম। বৈঠক শেষে তিনি জানান, 'বড় বড় অনেক ব্যবসায়িক প্রতিষ্ঠান সম্পত্তিকর দিচ্ছে না। তাদের ক্ষেত্রে পদক্ষেপ করা হবে। নোটিস দেওয়ার পরেও কাজ না হলে আইনি পথে যাব'।