নিজস্ব সংবাদদাতাঃ সকাল থেকে আকাশের মুখ ভার। সামান্য হলেও বাড়ল রাতের শহরের তাপমাত্রা। হাওয়া অফিসের খবর, শুক্রবার অর্থাৎ আজ থেকেই পশ্চিমী ঝঞ্ঝা ও নিম্নচাপ অক্ষরেখার কারণে আকাশে মেঘ জমতে শুরু করবে। শীতের কামড় অল্প হলেও কমেছে। তবে আবহাওয়া দফতর জানিয়েছে, শুক্রবার থেকেই বৃষ্টি হতে পারে। উত্তরবঙ্গে শিলাবৃষ্টিরও পূর্বাভাস রয়েছে। বৃষ্টিপাতের পরিস্থিতি তৈরি হলে আরও বাড়বে রাতের তাপমাত্রা।