নিজস্ব সংবাদদাতাঃ আগামী মাসে পেশ হতে চলা বাজেট ২০২২ এ সরকার বর্তমান মহামারীর পরিস্থিতিকে মাথায় রেখে স্বাস্থ্য খাতে বাজেট বাড়াতে পারে। সংকটের এই পরিস্থিতিতে স্বাস্থ্য সুরক্ষা ক্ষেত্রকে যথেষ্ট গুরুত্বপূর্ণ মনে করা হচ্ছে। বিশেষজ্ঞদের বক্তব্য দেশের স্বাস্থ্য পরিকাঠামোর প্রয়োজনকে মাথায় রেখে এই ক্ষেত্রের দিকে এবার আরও বিশেষ মনোযোগ দেওয়ার সম্ভবনা রয়েছে।