নিজস্ব সংবাদদাতাঃ দেশে লাফিয়ে বাড়ছে করোনা সংক্রমণ, তার ওপর উদ্বেগ বাড়াচ্ছে করোনার নতুন ওমিক্রন ভ্য়ারিয়েন্ট। বাড়তি আতঙ্কের মধ্যে বেশ কয়েকটি রাজ্য নিয়ে উদ্বেগ প্রকাশ করল কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক। কেন্দ্রীয় স্বাস্থ্য সচিব রাজেশ ভূষণ জানিয়েছেন মহারাষ্ট্র ও কর্ণাটকের করোনা পরিস্থিতি সব থেকে বেশি উদ্বেগজনক।তামিলনাড়ু, কেরালা, পশ্চিমবঙ্গ, উত্তর প্রদেশ, গুজরাট, ওড়িশা, দিল্লি এবং রাজস্থানের মতো রাজ্যগুলির সংক্রমণের হার নিয়েও চিন্তিত কেন্দ্র।