/anm-bengali/media/post_banners/TKoU7TVR1UmXWgGo47hq.jpg)
হরি ঘোষ, জামুড়িয়া: ঘরের প্লাস্টার ও জানালা রাখাকে কেন্দ্র করে পারিবারিক বিবাদের জেরে রণক্ষেত্র চেহারা নিল জামুড়িয়ার বেনালী গ্রাম। চলে পাথর বৃষ্টি। ক্ষতিগ্রস্ত হয় একাধিক বাড়ি। ঘটনাস্থলে বিশাল পুলিশবাহিনী এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সৈয়দ সিরাজ জানান, সৈয়দ আক্কাস ও সৈয়দ আলকাস বাড়ি নির্মাণ করার সময় তাদের দিকে জানালা রাখে। সেই বিষয় নিয়ে তারা প্রতিবাদ জানান। তাদের কথায় কোনো কর্ণপাত না করা কয়েকদিন আগে তারা আদালতের দ্বারস্থ হন। এবং বাড়ি নির্মাণের ওপর ১৪৪ ধারায় স্থগিতাদেশ দেয় আদালত। আদালতের কথা অমান্য করে পুনরায় তারা নির্মাণ কাজ চালাতে থাকেন। এর প্রতিবাদ করায় আজ সকাল থেকে বহিরাগত গুন্ডাদেরকে নিয়ে তাদের ওপর যথেচ্ছ ইট পাথর দিয়ে হামলা করে বলে অভিযোগ। ভেঙ্গে তছনছ হয়ে যায় তাদের পুরো বাড়ি। প্রাণে মেরে ফেলার হুমকিও দেন বলে জানান সৈয়দ সিরাজ। অপরদিকে নিলুফা খাতুন তাদের পরিবারের বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেছেন। তিনি জানান, অন্যায় ভাবে তাদের জায়গা থাকা সত্ত্বেও বাড়ি নির্মাণ কাজে বাধা দিচ্ছে আলাউদ্দিন এর পরিবার। প্রতিবাদ করতে গেলে হুমকি দেওয়া হচ্ছে। তাদের উপর ইটবৃষ্টি করা হয়েছে। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
​
আরও খবরঃ
For more details visit www.anmnews.in
Follow us at https://www.facebook.com/newsanm
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us