/anm-bengali/media/post_banners/ksHz0g0AWCemAwsOqBA8.jpg)
নিজস্ব সংবাদদাতাঃ গোয়ার বিধানসভা নির্বাচনের প্রাক্কালে বৃহস্পতিবার প্রার্থী তালিকা ঘোষণা করল বিজেপি। এদিন গোয়ার ৪০ টি আসনের মধ্যে ৩৪ টি আসনে প্রার্থী তালিকা ঘোষণা করা হয়। গোয়ার বর্তমান মুখ্যমন্ত্রী প্রমোদ সাওয়ান্ত স্যানকুইলিম বিধানসভা আসন থেকে বিজেপির টিকিটে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন। উপ-মুখ্যমন্ত্রী মনোহর আজগাঁওকার প্রার্থী হয়েছেন মারগাঁও বিধানসভা আসন থেকে। সব জল্পনার অবসান ঘটিয়ে পানাজিম বিধানসভা আসন থেকে বিজেপির টিকিট পেয়েছে সেই আসনের বর্তমান বিধায়কই। প্রাক্তন মুখ্যমন্ত্রী মনোহর পারিকরের ছেলে উৎপল পারিকরকে পানাজিম বিধানসভার টিকিট দিল না গোয়া বিজেপি। আজ সাংবাদিক সম্মেলনে পানাজিম থেকে আতানসিও মনসোরেট লড়বেন বলে জানিয়েছেন গোয়ায় নির্বাচনের দেখাশোনার দায়িত্বে থাকা বিজেপির দেবেন্দ্র ফঢ়ণবীশ। তিনি বলেছেন, “বর্তমান বিধায়ককে পানাজিম বিধানসভা আসন থেকে টিকিট দেওয়া হয়েছে। উৎপল পারিকর এবং তাঁর পরিবার আমাদের নিজের পরিবার। আমরা উৎপলকে আরও দুটি বিকল্প দিয়েছি। তিনি প্রথম প্রস্তাব খারিজ করেছেন। তাঁর সঙ্গে দ্বিতীয় অপশন নিয়েও আলোচনা হয়েছে। আমরা মনে করি তাঁর রাজি হয়ে যাওয়া উচিত। ”
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us