নিজস্ব সংবাদদাতাঃ পরিবারের সকলে ভ্যাকসিন নিলে বাড়ির বকেয়া করে মিলবে ২৫ শতাংশ ছাড়। গণটিকাকরণে জোর দিতে অভিনব উদ্যোগ নিল দক্ষিণ দমদম পুরসভা । আজ সকালে ঢাক-ঢোল, ধামসা-মাদল বাজিয়ে এলাকার ৭টি ক্লাবের সদস্যদের নিয়ে মিছিল করেন পুর প্রশাসকমণ্ডলীর সদস্য দেবাশিস বন্দ্যোপাধ্যায়। পুরসভার তরফে জানানো হয়েছে, পরিবারের সকলে ভ্যাকসিন নিয়ে বাড়ির বকেয়া করে ২৫ শতাংশ ছাড় দেওয়া হবে। পাশাপাশি, ভ্যাকসিনের জন্য ১৫-১৮ বছর বয়সীদের সচেতন করতে বাড়িতে গিয়ে তাদের হাতে তুলে দেওয়া হয় বিভিন্ন খেলার সরঞ্জাম।