অকাল বৃষ্টিতে নাজেহাল আলিপুরদুয়ার বাসী

author-image
Harmeet
আপডেট করা হয়েছে
New Update
অকাল বৃষ্টিতে নাজেহাল আলিপুরদুয়ার বাসী

সুদীপ ব্যানার্জী, আলিপুরদুয়ারঃ সকাল থেকেই অকাল বৃষ্টিতে নাজেহাল আলিপুরদুয়ারের বাসিন্দারা। জনজীবন পুরোপুরি ভাবে বিপর্যস্ত। খুব প্রয়োজন ছাড়া সাধারণ মানুষ ঘর থেকে বেরোচ্ছে না। আলিপুর আবহাওয়া দপ্তর পূর্বাভাস দিয়েছিল উত্তরবঙ্গের বিভিন্ন জেলার পাশাপাশি দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় পশ্চিমী ঝঞ্ঝার ফলে বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। সেই পূর্বাভাসকে সত্য করে সকাল থেকেই আলিপুরদুয়ারের বিভিন্ন প্রান্তে বৃষ্টি হচ্ছে। স্বাভাবিক ভাবে এই বৃষ্টির ফলে তাপমাত্রা অনেক নিচে নেমে এসেছে। প্রভাব পরেছে বিভিন্ন ব্যবসাতে। ফল,মিষ্টি, কাপড়ের দোকান গুলোতে ক্রেতাদের দেখা নেই। রাস্তায় গাড়ি চলাচল করছে খুবই কম পরিমাণে। ওয়াকিবহাল মানুষের মতে এই বৃষ্টি লাগাতার থাকলে কৃষিতে দারুণ ভাবে প্রভাব পরবে।