রিয়েলিটি শো-তে দেখা যাবে পরিণীতি কে

author-image
Harmeet
আপডেট করা হয়েছে
New Update
রিয়েলিটি শো-তে দেখা যাবে পরিণীতি কে

নিজস্ব প্রতিনিধি-বলিউড অভিনেত্রী পরিণীতি চোপড়া কালার্স (Colors)-এর আসন্ন রিয়েলিটি শো 'হুনারবাজ' – দেশ কি শান-এ ছোট পর্দায় তার আত্মপ্রকাশ করতে প্রস্তুত। যাতে তিনি করণ জোহর এবং মিঠুন চক্রবর্তীর পাশাপাশি প্রতিভাবান প্রতিযোগীদের বিচার করবেন। এই প্রথম পরিণীতি বিচারক হিসেবে রিয়েলিটি শোতে।এদিকে তিনি নিজেকে একজন রিয়েলিটি শো প্রেমিক বলে দাবি করেন।