New Update
/anm-bengali/media/post_banners/epkqSQLnCtaKkjF1bsDt.jpg)
নিজস্ব প্রতিনিধি-২০২১ সালের সেরা চলচ্চিত্র গুলির মধ্যে অন্যতম স্থান করে নিয়েছিল সুরিয়ার, 'জয় ভিম'।ছবিটি একটি ওটিটি প্লাটফর্মে মুক্তি পেয়েছিল। ছবিটি পরিচালনা করেন টিজে জ্ঞানভেল। দলিত সমাজের উপর ভিত্তি করেই গড়ে উঠেছিল এই ছবি। আইএমডির শীর্ষ তালিকায় পর্যন্ত ওঠে এই ছবি। ইতিমধ্যেই ছবির একটি দৃশ্য সঙ্গে পরিচালকের গল্পের বর্ণনা দেখানো হলো অস্কারসের অফিশিয়াল ইউটিউব চ্যানেলে। এদিকে ২০২১ সালের নভেম্বরেই ছবিটি 'গোল্ডেন গ্লাভস' ২০২২ এ 'বেস্ট নন ইংলিশ ল্যাঙ্গুয়েজ ফিল্ম' ক্যাটাগরির তালিকায় মনোনীত হয়।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us