New Update
/anm-bengali/media/post_banners/xPyuO9sZgOTvwsqtM9pI.jpg)
নিজস্ব সংবাদদাতা : সাফাই কর্মীদের জাতীয় কমিশনের মেয়াদ বৃদ্ধিতে অনুমোদন কেন্দ্রীয় মন্ত্রীসভার। ২০২২-এর মার্চের পর তিন বছরের জন্য মেয়াদ বৃদ্ধির অনুমোদন মিলছে কেন্দ্রের তরফে। কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুর আরও জানিয়েছেন, "কেন্দ্রীয় মন্ত্রিসভা নির্দিষ্ট লোন অ্যাকাউন্টে ঋণগ্রহীতাদের ছয় মাসের জন্য চক্রবৃদ্ধি সুদের এবং সরল সুদের মধ্যে পার্থক্যের এক্স-গ্রেশিয়া পেমেন্ট দেওয়ার প্রকল্প অনুমোদন করেছে।" এছাড়াও তিনি জানান, "কেন্দ্রীয় মন্ত্রীসভা ইন্ডিয়ান রিনিউয়েবল এনার্জি ডেভেলপমেন্ট এজেন্সি লিমিটেডে (আইআরইডিএ) ১,৫০০ কোটি টাকা আধানের অনুমোদন দিয়েছে। এটি আইআইডিএ কে নবায়নযোগ্য শক্তি সেক্টরে ১২,০০০ কোটি টাকা ঋণ দিতে সক্ষম করবে।"
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us