শান্তিপূর্ণ ভোট করতে একাধিক জায়গায় টহল দিল পুলিশ

author-image
Harmeet
আপডেট করা হয়েছে
New Update
শান্তিপূর্ণ ভোট করতে একাধিক জায়গায় টহল দিল পুলিশ

নিজস্ব প্রতিনিধিঃ শিয়রে বিধানসভা ভোট। সকলের নজর উত্তরপ্রদেশের দিকে। এদিকে আসন্ন বিধানসভা নির্বাচন যাতে শান্তিপূর্ণভাবে হয় তার জন্য একাধিক জায়গা ঘুরে দেখলেন সিনিয়র পুলিশ সুপার। তিনি বাদাউনের মাদার এন্থেনা পাবলিক স্কুল মান্ডি সমিতি, বাইমটি, মহর্ষি বিদ্যালয়, প্রাথমিক বিদ্যালয় পদুয়া, জিলাউত পাবলিক স্কুল, প্রাথমিক বিদ্যালয় মানপুর কুলচৌরা, উচ্চ মাধ্যমিক বিদ্যালয় ডঃ ভীমরাও আম্বেদকর বদৌন ইত্যাদি স্কুল পরিদর্শন করেন একাধিক পুলিশ কর্মী। শান্তিপূর্ণ পরিবেশে সুষ্ঠু ও প্ররোচনামুক্ত নির্বাচন নিশ্চিত করতে পুলিশ ও প্রশাসনিক কর্মকর্তাদের প্রয়োজনীয় নির্দেশিকা দেওয়াও হয়।