এশিয়ান গেমসের জন্য নিজেকে তৈরি করছেন লক্ষ্য

author-image
Harmeet
আপডেট করা হয়েছে
New Update
এশিয়ান গেমসের জন্য নিজেকে তৈরি করছেন লক্ষ্য

নিজস্ব সংবাদদাতাঃ  ইন্ডিয়ান ওপেনে সাফল্যের ঝলক এবার মরসুম জুড়ে দেখাতে চান লক্ষ্য সেন। বিশ্ব চ্যাম্পিয়ন লো কিন ইউকে হারিয়ে প্রথম সুপার ৫০০ টুর্নামেন্ট জিতেছেন প্রবাসী বাঙালি। মাত্র ৫৪ মিনিট সময় লেগেছিল তাঁর। বিশ্ব মিটে ব্রোঞ্জ প্রাপ্তি যে হঠাত্‍ করে হয়নি, তাই প্রমাণ করেছেন দিল্লিতে। ইন্ডিয়ান ওপেনে চ্যাম্পিয়ন হলেও লখনওয়ের সৈয়দ মোদী টুর্নামেন্ট থেকে নাম তুলে নিয়েছেন লক্ষ্য। ক্লান্তিকেই কারণ হিসেবে দেখিয়েছিলেন। এ বছর একের পর এক বড় টুর্নামেন্ট রয়েছে বলেই নিজেকে তরতাজা রাখতে চান উত্তরাখণ্ডের ছেলে। লক্ষ্য বলছেন, ‘কেরিয়ারে প্রথম সুপার ৫০০ টুর্নামেন্ট জিতলাম, তাও আবার দেশের মাঠে। এর তৃপ্তি তো আলাদা হবেই। এই মরসুমে অনেক টুর্নামেন্ট রয়েছে, যার সবগুলোই খেলতে চাই।’ ইন্ডিয়ান ওপেনের শুরু থেকেই ছন্দ পেয়ে গিয়েছিলেন লক্ষ্য। ফাইনাল পর্যন্ত সেই ছন্দটাই ধরে রাখার চেষ্টা করেছেন। লক্ষ্যর কথায়, ‘ইন্ডিয়ান ওপেনে নামার আগে থেকেই ছন্দে ছিলাম আমি। লো কিনের মুখে নামার আগে থেকেই কিন্তু ইন্ডিয়ান ওপেন জেতার স্বপ্ন দেখতে শুরু করে দিয়েছিলাম। এই রকম রেজাল্ট কিন্তু মোটিভেট করে। আত্মবিশ্বাস বাড়িয়ে দেয়। এখন আমি অল ইংল্যান্ড আর জার্মান ওপেন নিয়ে ভাবছি। কমনওয়েলথ গেমস, এশিয়ান গেমসও রয়েছে।’