New Update
/anm-bengali/media/post_banners/9w7MIi0178Cdm0vE7Dlh.jpg)
নিজস্ব প্রতিনিধি-আজ ১৯শে জানুয়ারী "ককবরক" দিবস (ত্রিপুরী ভাষা দিবস)। প্রতি বছররের মতো এবছরও পালিত হচ্ছে এই দিবস। 'ককবরক' ভাষার বিকাশ উদযাপনের জন্য এই উৎসব। কোকবোরোক ভাষা ত্রিপুরার একটি সরকারী ভাষা। ১৯৭৯ সালে একটি সরকারী ভাষা হিসাবে এর প্রাথমিক স্বীকৃতি হয়।ককবরক হলো ত্রিপুরীদের মাতৃভাষা, ত্রিপুরার ত্রিপুরী সম্প্রদায়ের মধ্যে হাজার বছর ধরে কথ্য। এই ভাষা উত্তর পূর্ব ভারতের একটি প্রাচীন ভাষা। 'কক' মানে ভাষা আর 'বরক' মানে মানুষ। আজ এই অনুষ্ঠান আগরতলা শহরের রবীন্দ্র ভবনে পালিত হচ্ছে এবং মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব এই অনুষ্ঠানের উদ্বোধন করেন।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us