নৌসেনার জাহাজে বড়সড় বিস্ফোরণ, ঝলসে মৃত্যু ৩ নৌসেনা কর্মীর

author-image
Harmeet
আপডেট করা হয়েছে
New Update
নৌসেনার জাহাজে বড়সড় বিস্ফোরণ, ঝলসে মৃত্যু ৩ নৌসেনা কর্মীর

নিজস্ব সংবাদদাতাঃ নৌসেনার জাহাজে বড়সড় বিস্ফোরণ, ঝলসে মৃত্যু ৩ নৌসেনা কর্মীর। এছাড়া আহত হয়েছেন ১১ জন কর্মী বলে খবর। জানা গিয়েছে, মঙ্গলবার রাতে মুম্বাই নেভাল পোস্টইয়ার্ডে দাঁড়িয়ে থাকা আইএনএস রণবীরের অভ্যন্তরে একটি বিস্ফোরণ ঘটে বলে জানা গেছে যেখানে তিনজন নৌসেনা প্রাণ হারিয়েছেন। তবে ঘটনার পরপরই উদ্ধার কাজ শুরু করা হয়। জাহাজের ক্রু সদস্যরা তৎক্ষণাৎ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। জাহাজটি খুব বেশি ক্ষতিগ্রস্ত হয়নি। এই ঘটনায় ১১ জন নৌসেনাও আহত হয়েছেন। একজন ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তা জানিয়েছেন, নিহতদের পরিবারকে জানানোর পর হতাহতের নৌবাহিনীর পরিচয় জনসমক্ষে প্রকাশ করা হবে। এর আগে, ২০১৩ সালের আগস্টমাসে মুম্বাই বন্দরে একটি বড় দুর্ঘটনা ঘটে। সেই সময় আইএনএস সিন্ধুরক্ষকে বিস্ফোরণে ১৮ জন নৌসেনা প্রাণ হারান এবং সাবমেরিনটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়।