New Update
/anm-bengali/media/post_banners/HyL73EDCUrOty0UCjjZp.jpg)
নিজস্ব সংবাদদাতাঃ সময়টা একদম ভালো যাচ্ছে না ইস্টবেঙ্গলের। পর পর এগারোটা ম্যাচে জয়ের মুখ দেখনি ইস্টবেঙ্গল বাহিনী। তারওপর করোনার জন্য কয়ারিন্টাইনে আছে ৮ টি দল। এই মুহূর্তে মাঠে দলকে এগিয়ে নিয়ে যেতে পারে একমাত্র সমর্থকদের সমর্থন। আর সেটাই দাবি করলেন ইস্টবেঙ্গল কোচ মারিয়ো রিভেরা। এই প্রসঙ্গে মারিয়ো বলেন, “খুব তাড়াতাড়ি সমর্থকদের জন্য প্রথম জয় পেতে চাই। বেশির ভাগ সময় নিভৃতবাসে থাকার ফলে ঘরের মধ্যেই প্রস্তুতি সারতে হচ্ছে ফুটবলারদের। সময়টা খারাপ গেলেও সবাই লড়াই করতে তৈরি। নিজেদের সেরাটা দেবেন ফুটবলাররা।’’
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us