নিজস্ব সংবাদদাতা: নিউটাউনের আকাঙ্ক্ষা মোড়ের কাছ থেকে মাদক-সহ গ্রেফতার চারজন। ধৃতদের মধ্যে আছে দুজন বি টেক ইঞ্জিনিয়ারও। সোমবার রাতে রাজ্য এসটিএফ ও ইকো পার্ক থানার পুলিশ যৌথ অভিযান চালিয়ে চারজনকে গ্রেফতার করা হয়। উদ্ধার হয় প্রায় ২৫০ গ্রাম মাদক। পুলিশ সূত্রে খবর, অভিযুক্তরা গত কয়েক মাস সাপুরজিতে থাকছিল। তারা মালদা, মুর্শিদাবাদ ও বীরভূমের বাসিন্দা। মাদক কোথা আনা হচ্ছিল তার খোঁজ চালাচ্ছেন তদন্তকারীরা। পুলিশ সূত্রে খবর, ধৃতরা কোনও বড় চক্রের সঙ্গে জড়িত। ধৃতদের আজ বারাসত আদালতে তোলা হবে।