১২ বছরের সম্পর্কের ইতি, ঘর ভাঙল 'কৃষ্ণে'র

author-image
Harmeet
আপডেট করা হয়েছে
New Update
১২ বছরের সম্পর্কের ইতি, ঘর ভাঙল 'কৃষ্ণে'র
নিজস্ব সংবাদদাতা: ২০১৯ সালের মুম্বই আদালতে বিবাহ বিচ্ছেদের মামলা দিয়ে শুরু হয় স্ত্রী স্মিতা গেটের সঙ্গে অভিনেতা নীতীশ ভরদ্বাজের বিবাহের ইতি। সম্প্রতি ১২ বছরের বিয়ে ভাঙার কথা প্রকাশ করলেন এই জনপ্রিয় অভিনেতা। তাঁদের দুটি যমজ কন্যা সন্তান রয়েছে। তাঁরা আপাতত মায়ের সাথেই রয়েছেন তাঁরা। নীতীশ বলেন, 'আমি বিয়ে নামক প্রতিষ্ঠানকে পুরোপুরি সমর্থন করি। কিন্তু আমি হতভাগ্য। আমার বিয়ে টিকল না। বিয়ে ভাঙার বহু কারণ থাকতে পারে। কিন্তু এই ভাঙনে সন্তানরা সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়।'