New Update
/anm-bengali/media/post_banners/fEdYNc1bPc6uDoTmVotI.jpg)
নিজস্ব প্রতিনিধি: ছত্তিশগড়ের বস্তারে ফের পুলিশ ও নকশালদের মধ্যে তুমুল সংঘর্ষ। মঙ্গলবার ছত্তিশগড়-তেলেঙ্গানা সীমান্তে অবস্থিত তেলেঙ্গানার মুলগু জেলার গ্রেহাউন্ড দল বিজাপুর এলাকায় দুই মাওবাদীকে হত্যা করে। জগদলপুর, সুকমা এবং দান্তেওয়াড়া এই তিন জেলার সীমান্ত জুড়ে চলছে এনক্যাউন্টার। জানা গিয়েছে, ছত্তিশগড়-তেলেঙ্গানা সীমান্তে বড় বড় নকশাল নেতাদের উপস্থিতির খবরে সকালে নকশাল অভিযানে নামে গ্রেহাউন্ডের দল। এদিকে, সৈন্যরা বিজাপুরের উসুর থানা এলাকার জঙ্গলে পৌঁছলে, ইতিমধ্যেই অতর্কিত মাওবাদীরা সৈন্যদের উপর গুলি চালায়। যার যোগ্য জবাব দেয় সৈন্যরাও।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us