New Update
/anm-bengali/media/post_banners/yyZ2X3l0KVnJK3gEfVbB.jpg)
নিজস্ব প্রতিনিধি-গতকালই চিত্রনাট্যকার গীতিকার জাভেদ আখতার জন্মদিনের ৭৭ বছর পূর্ণ করলেন। জন্মদিন উদযাপন করতে উপস্থিত হয়, মেয়ে জোয়া আখতার, ছেলে ফারহান, প্রযোজক বনি কাপুর, পরিচালক রুমি জাফরি এবং ফারহান এর বান্ধবী শিবানি দান্ডেকারও উপস্থিত হয়েছিল জন্মদিনে।বনি কাপুর সোশ্যাল মিডিয়ায় ছবি পোস্ট করে লেখেন, "খান্ডালাতে জাভেদ সাব এর বাড়িতে তাঁকে জন্মদিনের শুভেচ্ছা "। এদিকে ইনস্টাগ্রামে ছবি পোস্ট করেন ফারহান এবং লেখেন "আমার পরিবার"।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us