রানীগঞ্জে প্রচারের সময় মাইক বাজানোকে কেন্দ্র করে উত্তেজনা

author-image
Harmeet
আপডেট করা হয়েছে
New Update
রানীগঞ্জে প্রচারের সময় মাইক বাজানোকে কেন্দ্র করে উত্তেজনা

হরি ঘোষ, রাণীগঞ্জঃ  রানীগঞ্জ ৮৯ নম্বর ওয়ার্ডের রাজারবাধ, মির্জা গালিব  স্ট্রিট এলাকায় সিপিএম প্রার্থী কানিজ ফাতেমার হয়ে প্রচারের সময় মাইক বাজানো কে কেন্দ্র করে উত্তেজনাময় পরিস্থিতি সৃষ্টি হল এলাকায়। এদিন সিপিএম প্রার্থী অভিযোগ করেন তৃণমূল প্রার্থী মোজাম্মেল হোসেন ওরফে শাহজাদা তাকে ও তার দলীয় কর্মীদেরকে হুমকি দিয়েছেন। পাশাপাশি তিনি দাবি করেন তার হয়ে প্রচার করতে আসা বেশ কিছু জন কর্মী-সমর্থককে মারধর করে এলাকাছাড়া করিয়েছেন তৃণমূলের বেশ কিছু কর্মী।  রবিবার সন্ধ্যায় ঘটা এই ঘটনার প্রেক্ষিতে এলাকার বেশ কিছু জন মহিলা দাবি করেন যে সিপিএমের যে সকল নেতা কর্মী এসেছিল তারা অপ শব্দ ব্যবহার করে এলাকায় প্রচার করছিল যার কারণেই মানুষ উত্তেজিত হয়ে তাদের সঙ্গে বচসায় জড়িয়ে পড়ে। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উত্তেজনাময় পরিস্থিতি সামাল দেয়। এদিন তৃণমূল প্রার্থী মোজাম্মেল হোসেন ওরফে শাহজাদার বিরুদ্ধে ওঠা সিপিএম প্রার্থীর করা অভিযোগ প্রসঙ্গে তৃণমূল প্রার্থী জানান তার বিরুদ্ধে যে অভিযোগ আনা হচ্ছে তা মিথ্যা, তিনি এদিন ওই সময়ে এক ফুটবল খেলার ময়দানে ছিলেন ঘটনা ও ঘটনাস্থল প্রসঙ্গে তার কিছুই জানা ছিল না। পরে উত্তেজনার খবর পেয়ে শেষমেশ তিনি ঘটনাস্থলে পৌঁছে সিপিএমের বেশ কিছু জন কর্মী সমর্থকদের উত্তেজনাময় এলাকা থেকে দূরে সরিয়ে যেতে সাহায্য করেছেন বলেই দাবি ।