পানীয়জলের দাবিতে রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ স্থানীয়দের

author-image
Harmeet
আপডেট করা হয়েছে
New Update
পানীয়জলের দাবিতে রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ স্থানীয়দের


নিজস্ব সংবাদদাতাঃ পানীয়জলের দাবিতে রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভে সামিল হলেন এলাকার মানুষ। সোমবার ঘটনাটি ঘটেছে তমলুক - নিমতৌড়ি রাজ্য সড়কের নিমতৌড়িতে। স্থানীয়দের দাবি রাস্তা সম্প্রসারণ করার সময় পানীয় জলের পাইপলাইন, পাম্পিংকল নষ্ট করে দেওয়া হয়। রাস্তা সম্প্রসারণের কাজ সম্পন্ন হয়ে গেলেও এলাকার মানুষের পানীয়জলের ব্যবস্থা করা হয়নি। বার বার স্থানীয় প্রশাসনকে বিষয়টি জানিয়েও কোনও কাজ না হওয়ায় রাস্তা অবরোধে সামিল হয়েছেন তাঁরা। পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রনে নিয়ে আসে। যান চলাচল স্বাভাবিক করে। তবে বিক্ষোভকারীরা জানিয়েছে, প্রশাসন যদি দ্রুত পানীয়জলের ব্যবস্থা না করে তাহলে আগামীদিনে বৃহত্তর আন্দোলনে নামতে বাধ্য হবেন তাঁরা।