New Update
/anm-bengali/media/post_banners/B0CoUpFNM8NvnDQYrCtB.jpg)
নিজস্ব প্রতিনিধি-এই প্রজন্ম ডুবে আছে নেশায়।এবং সেই নেশা থেকে মুক্তি কিভাবে পাওয়া যায়, বা তার সঠিক পদক্ষেপ সমাজকেই নিতে হবে। এ বিষয় নিয়ে ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব পদক্ষেপ নিয়েছেন বরাবরই। এবার আগরতলা শহরে নেশা বিরোধী অভিযান শুরু করতে চলেছে আগরতলা ক্লাব ফোরাম।শহরের ক্লাবগুলোর বৈঠক শেষে ঘোষণা করা হয়, নেশা বিরোধী অভিযানের কর্মসূচী।প্রতিটি এলাকাতেই করা হবে এই অভিযান।স্থানীয় ক্লাবগুলোকে সাথে নিয়ে এই অভিযানে নামবে ক্লাব ফোরাম।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us