আসানসোলে তৃণমূলের ভোট প্রচারে ভুবন বাদ্যকর

author-image
Harmeet
আপডেট করা হয়েছে
New Update
আসানসোলে তৃণমূলের ভোট প্রচারে ভুবন বাদ্যকর

রাহুল পাসোয়ান,আসানসোলঃ এবারের পুর নির্বাচনে তৃণমূল প্রার্থীর প্রচারে কাঁচা বাদাম খ্যাত ভুবন বাদ্যকর। আসানসোল পুরনিগমের 14 নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেসের প্রার্থী উৎপল সিনহার প্রচারে সোমবার এলেন ভুবন বাদ্যকর। 14 নম্বর ওয়ার্ডের এক জনসভায় উপস্থিত হয়ে সেখানে কাঁচা বাদাম গান গেয়ে সকলের মনোরঞ্জন করেন ভুবন বাদ্যকর । তবে করোনা আবহে একদিকে ভিড় ও অন্য দিকে বেশ কিছু মানুষকে মাক্স না পরেই জমায়েত করতে দেখা যায়। এ নিয়ে প্রার্থী উৎপল সিনহা বলেন, আমরা দলের তরফ থেকে মাক্স সেনিটাইজার এর ব্যবস্থা রেখেছিলাম। এদিকে ভুবন বাদ্যকরকে কোভিড বিধি নিয়ে জানতে চাইলে তিনি বলেন, কোভিড বিধি মেনে মাক্স পরা দরকার। আগামী দিনে তিনি বাদাম বিক্রি না করে শিল্পী হতে চান বলে জানান।