বিজ্ঞানের যুগে মাদুলিতে করোনা মুক্তি!

author-image
Harmeet
আপডেট করা হয়েছে
New Update
বিজ্ঞানের যুগে মাদুলিতে করোনা মুক্তি!


নিজস্ব সংবাদদাতাঃ বিজ্ঞানের উন্নতি এবং প্রযুক্তির সাথে সাথে সম্প্রতি করোনা নিয়ে নানাবিধ বিধি নিষেধ জারি করা হয়েছে। তার মধ্যে রমরমিয়ে চলছে করোনার তাবিজ। পূর্ব মেদিনীপুরের হলদিয়ায় দেখা গেল সেই দৃশ্য। মহামারি করোনা ভাইরাসের হাত থেকে বাঁচাতে এবার ময়দানে মাদুলি বাবা। জড়ি জটকার মন্ত্রে করোনা উধাও করেন তিনি। তবে কি এবার তাবিজ বাবার আহ্বানে করোনা বাবাজির কেল্লাফতে হবে? এমন কুসংস্কার দেখা গেল হলদিয়ার বুকে। তবে মাদুলি বাবা নিজের কাজে সম্পূর্ন বিশ্বাসী। তাই তিনি তাঁর মাদুলি বিক্রিতে অনড় রয়েছেন একপ্রকার।