এত করেও শেষরক্ষা করতে পারল না বেজিং!

author-image
Harmeet
আপডেট করা হয়েছে
New Update
এত করেও শেষরক্ষা করতে পারল না বেজিং!


নিজস্ব সংবাদদাতাঃ
এত করেও শেষরক্ষা হল না। বেজিংয়ে ঢুকে পড়ল করোনার ওমিক্রন ভেরিয়েন্ট। দেশকে করোনা-শূন্য করতে বদ্ধপরিকর চিন কড়াকড়ির সব সীমা ছাড়িয়ে গিয়েছে। রাজধানী বেজিংকে প্রায় গোটা বিশ্ব থেকে বিচ্ছিন্ন করে রেখেছিল সরকার। সামনেই এই শহরে শীতকালীন অলিম্পিক্স শুরুর কথা। ওমিক্রন নিয়ে সদা-সতর্ক ছিল সরকার। কিন্তু এত করেও অলিম্পিক্স শুরুর তিন সপ্তাহ আগে ওমিক্রন ঢুকেই পড়ল বেজিংয়ে।