New Update
/anm-bengali/media/post_banners/EAmAORc03YjcZGQ9haDi.jpg)
নিজস্ব সংবাদদাতাঃ আজকে থেকে শুরু হয়ে গিয়েছে অস্ট্রলিয়ান ওপেন। এই ম্যাচে থাকতে পারলেন না জোকোভিচ, চোটের কারণে এই ম্যাচে নেই রজার ফেডেরারও। এমন এক ম্যাচে প্রথম শুরুটা খুব ভালোভাবে করেন রাফায়েল। ম্যাচের পর তিনি বলেন, "চোট পাওয়ার পর ফিরে আসা কখনওই সহজ নয়। প্রতিদিন নতুন নতুন চ্যালেঞ্জের মুখোমুখি হতে হচ্ছে আমাদের। তবে আমি ইতিবাচক। এখানে আসার আগে তিনটি ম্যাচ জিতেছি গত সপ্তাহে। গত কয়েকটা মাস খুবই কঠিন গিয়েছে। তারপরেও যে ভাবে গোড়ালির চোট সামলে খেলেছি তাতে আমি খুশি।”
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us