New Update
/anm-bengali/media/post_banners/nilCwLUSevdbyhVY1dAZ.jpg)
নিজস্ব সংবাদদাতাঃ এই মুহূর্তে সেরা ব্যাটারদের তালিকায় আছেন ইংল্যান্ডের জো রুট। তবে ২০১৮তে তাঁকে শেষবার আইপিএল-এর নিলামে দেখা গিয়েছিল। সেইবারে তাঁকে কোনো দলই কেনেনি। তবে এবারে তিনি আইপিএল-এর নিলামে থাকছেন কিনা সেই বিষয়ে তিনি জানান, “জাতীয় দলের জন্য এখনও অনেক কিছু করার আছে। তার জন্য শক্তি বাঁচিয়ে রাখতে হবে। যত দিন পারব দেশের জন্য এই ত্যাগ করে যাব। কারণ দেশের টেস্ট দলকে আমি খুব ভালবাসি। টেস্ট ক্রিকেটকে আমি খুব ভালবাসি।”
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us