নিজস্ব সংবাদদাতাঃ দু’সপ্তাহের মধ্যেই পশ্চিমবঙ্গ বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় মুকুল রায়ের দলত্যাগ সংক্রান্ত মামলার নিষ্পত্তি করবেন। সোমবার এই মর্মে আশা প্রকাশ করল শীর্ষ আদালত। উল্লেখ্য, ১৭ জানুয়ারির মধ্যে এই বিষয়টি শেষ করার কথা আগেই স্পিকারকে নির্দেশ দিয়েছিল সুপ্রিম কোর্ট। তবে এখনও এই মামলার কোনও নিষ্পত্তি হয়নি।