New Update
/anm-bengali/media/post_banners/1Uq17qZhpQaOsy34luR0.jpg)
নিজস্ব প্রতিনিধি-গাঁজা বিরোধী অভিযানে নেমে ফের বড়সড় সাফল্য পেল ত্রিপুরা পুলিস। ত্রিপুরার বিশালগড় থানার পুলিস নেশা বিরোধী অভিযানে নেমে প্রায় ২০ হাজারেও বেশী গাজা গাছের হদিশ পায় এবং তা নষ্ট করে দেয়। বিশালগড় থানার ওসির উপস্থিতিতে এবং টিএসআর জওয়ানদের মদতে গাজা কাজগুলিকে নষ্ট করা হয়।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us