New Update
/anm-bengali/media/post_banners/yRGyYZcKWYM3sfDnOWDC.jpg)
নিজস্ব সংবাদদাতাঃ অভিষেকের গোয়া সফরের আগে বড় ধাক্কা তৃণমূলে। জোড়াফুলের সঙ্গ ত্যাগ করলেন অ্যালেক্সিও রেজিনাল্ডো লরেঙ্কো। গোয়ার ভোটের আর এক মাসও বাকি নেই। ঘাড়ের উপর নিঃশ্বাস ফেলছে নির্বাচন। আর তার আগে রেজিনাল্ডোর তৃণমূল ত্যাগে বেশ অস্বস্তিতে তৃণমূল কংগ্রেস। উল্লেখ্য, কয়েক সপ্তাহ আগেই তিনি মমতার দলে যোগ দিয়েছিলেন। কিন্তু বেশিদিন মন টিকল না জোড়াফুল শিবিরে। রবিবাসরীয় বিকেলে দলের সঙ্গে প্রাথমিক সদস্যপদ ত্যাগ করেন গোয়ার কংগ্রেসের প্রাক্তন কার্যনির্বাহী সভাপতি। ২১ ডিসেম্বর তৃণমূলে যোগ দিয়েছিলেন অ্যালেক্সিও রেজিনাল্ডো। তিনি গোয়ার কুর্তোরিমের বিধায়ক ছিলেন। এর পাশাপাশি গোয়ার প্রদেশ কংগ্রেস কার্যনির্বাহী সভাপতিও ছিলেন তিনি।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us