আন্দোলনরত মহিলাদের আটকাতে গোলমরিচ স্প্রে!

author-image
Harmeet
আপডেট করা হয়েছে
New Update
আন্দোলনরত মহিলাদের আটকাতে গোলমরিচ স্প্রে!


নিজস্ব সংবাদদাতাঃ তালিবান রাজে সবথেকে বেশি আতঙ্কিত আফগান মহিলারা। কারণ শরিয়া আইন কঠোরভাবে মেনে চলা তালিবান বরাবরই নারী ক্ষমতায়নের বিরুদ্ধে। পাশাপাশি নারীদের বিভিন্ন সামাজিক অধিকার কেড়ে নেওয়ার পক্ষপাতী তাঁরা। রবিবার, কাজ ও শিক্ষার দাবিতে আন্দোলনরত একদল মহিলার দিকে গোলমরিচ স্প্রে ছিটিয়ে দিল তালিবান।