নিজস্ব সংবাদদাতাঃ মর্মান্তিক! পিঠে পুলি তৈরী করার সময় অগ্নিদগ্ধ হলেন স্বামী-স্ত্রী। পৌষ সংক্রান্তি উৎসবে মর্মান্তিক দুর্ঘটনা ঘটলো পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা রোডের বহড়াশোল গ্রামে। পিঠে পুলি তৈরি করার সময় অগ্নিদগ্ধ হলেন স্বামী-স্ত্রী দুজনেই। গুরুতর আহত অবস্থায় শনিবার রাতেই মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে তাঁদের ভর্তি করা হয়। অগ্নিদগ্ধ যুবকের নাম মানিক ফৌজদার ও তার স্ত্রী ঝুনু ফৌজদার। মানিকের মা মঙ্গলা ফৌজদার জানান, বাড়িতে পিঠে পুলি তৈরি করার সময় কোনও ভাবে ঝুনু ফৌজদারের শাড়িতে আগুন ধরে যায়। আগুন ধরার সঙ্গে সঙ্গেই সে চিৎকার করে বাঁচাও আমাকে, তাকে বাঁচাতে গিয়ে গুরুতর আহত হন স্বামী মানিক। ওই সময় স্থানীয়রা ছুটে এসে দুইজনকেই উদ্ধার করে মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। খবর সূত্রে জানা যায়, ঝুনু ফৌজদারের অবস্থা আশঙ্কাজনক। এই ঘটনায় এলাকায় শোকের আবহ তৈরি হয়েছে।