দুই দাঁতালের লড়াই ভাইরাল সোশ্যাল মিডিয়ায়!

author-image
Harmeet
আপডেট করা হয়েছে
New Update
দুই দাঁতালের লড়াই ভাইরাল সোশ্যাল মিডিয়ায়!


নিজস্ব সংবাদদাতাঃ দুই দাঁতালের তুমুল যুদ্ধ, আর সেই যুদ্ধ তারিয়ে তারিয়ে উপভোগ করছে কিছু মানুষ। এমনকি তাদের চিৎকারও শোনা যাচ্ছে। ইতিমধ্যেই সেই ছবি ভাইরাল নেট মাধ্যমে। ভাইরাল ভিডিওতে দেখতে পাওয়া যাচ্ছে শীতের সকালে দুই দাঁতালের লড়াই। এলাকা দখলকে কেন্দ্র করেই হোক বা অন্য কোনও কারণে,দাঁতালের এহেন লড়াই রোমহর্ষক বটেই। এই ধরনের হাতিদের লড়াই কিছুটা হলেও আনন্দিত করেছে নেটাগরিকদের। তবে ছবিটি কবে কোথাকার তার সঠিক সন্ধান না মিললেও, দুই দাঁতালের লড়াই এখন রীতিমতো ভাইরাল নেট মাধ্যমে।