নিজস্ব সংবাদদাতাঃ ভোটমুখী পঞ্জাবে আবারও অন্তর্দ্বন্দ্বের ছবি স্পষ্ট প্রদেশ কংগ্রেসে। ১৪ ফেব্রুয়ারি পঞ্জাবে বিধানসভা নির্বাচন। আর তার আগে অস্বস্তি আরও বাড়ল কংগ্রেসের। এবার দলের প্রতীকে টিকিট না পেয়ে বিদ্রোহী হয়ে উঠেছেন মুখ্যমন্ত্রী চরণজিৎ সিং চন্নির ভাই। সূত্রের খবর, টিকিট না পাওয়ায় এবার নির্দল প্রার্থী হিসেবে ভোটে প্রতিদ্বন্দ্বিতা করবেন মুখ্যমন্ত্রীর ভাই মনোহর সিং।