রাহুল পাসোয়ান,আসানসোলঃ আসানসোল পৌরসভার 103 নম্বর ওয়ার্ডের বিজেপি প্রার্থী তারকনাথ ধীবরের হয়ে প্রচার এ এলেন বাঁকুড়া সালতোড়ার বিধয়িকা চন্দনা বাউরি। তারকনাথ ধীবর নিজে একজন টোটো চালক। তারকনাথ ধীবর নিজে টোটো চালিয়ে বিধয়িকা চন্দনা বাউরিকে টোটোতে বসিয়ে প্রচার সারলেন ওয়ার্ডে। একই সাথে বাবুল সুপ্রিয়োর গাওয়া গান এই তৃর্ণমূল আর না বাজিয়ে পৌরনির্বাচনের প্রচার সারলেন। এলাকায় পায়ে হেটেও প্রচার করেন তিনি।