রাজনাথকে চিঠি লিখলেন অধীর চৌধুরী

author-image
Harmeet
আপডেট করা হয়েছে
New Update
রাজনাথকে চিঠি লিখলেন অধীর চৌধুরী



নিজস্ব সংবাদদাতাঃ

নির্বাচনী আবহে আসন্ন প্রজাতন্ত্র দিবসে বাংলার ট্যাবলো বাতিল নিয়ে রাজনৈতিক তরজা তুঙ্গে রয়েছে। রাজ্য সরকারের পক্ষ থেকে এবার সাধারণতন্ত্র দিবসে নেতাজি সুভাষচন্দ্র বসু এবং আইএনএ–কে নিয়ে ট্যাবলো পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। যদিও তা বাতিল করেছে কেন্দ্র। আর এই ইস্যুতেই এবার শাসক দলের পক্ষ নিয়ে কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংকে চিঠি লিখলেন কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী। তিনি চিঠিতে লেখেন, 'পশ্চিমবঙ্গ সরকার ২৬ জানুয়ারির ট্যাবলোতে আমাদের সাংস্কৃতিক ঐতিহ্য, নেতাজির জীবনী এবং স্বাধীনতা সংগ্রামে তাঁর অবদান নিয়ে ট্যাবলো পাঠানোর প্রস্তাব দিয়েছে। কিন্তু সেই প্রস্তাব খারিজ করেছে কেন্দ্রীয় সরকার। কেন্দ্রীয় সরকারের এই সিদ্ধান্তে আমি হতাশ এবং স্তম্ভিত। এই ঘটনা বাংলার জনগণের প্রতি, বাংলার সাংস্কৃতিক ঐতিহ্য এবং মহান নেতাজি সুভাষচন্দ্র বসুর প্রতি অপমান। তাই রাজ্য সরকারের ট্যাবলো সংক্রান্ত এই প্রস্তাব পুনর্বিবেচনা করার অনুরোধ জানাচ্ছি।'