নিজস্ব সংবাদদাতাঃ আমেরিকায় বন্দি পাক সন্ত্রাসবাদীদের মুক্তি চেয়ে টেক্সাসের একটি সিনাগগে (ইহুদি উপাসনালয়) বেশ কয়েক জনকে বন্দি করে এক দুষ্কৃতী। দীর্ঘ টানাপড়েনের পর অবশেষে তাঁরা মুক্তি পেলেন। বন্দি সকলেই অক্ষত অবস্থায় সিনাগগ থেকে বেরিয়ে এসেছেন বলে জানিয়েছেন টেক্সাসের গভর্নর গ্রেগ অ্যাবট। পুলিশের গুলিতে নিহত হয়েছে ওই দুষ্কৃতী।