একসঙ্গে চারটি এটিএমের উদ্ধোধন করলেন মন্ত্রী হুমায়ুন কবীর

author-image
Harmeet
আপডেট করা হয়েছে
New Update
একসঙ্গে চারটি এটিএমের উদ্ধোধন করলেন মন্ত্রী হুমায়ুন কবীর



দিগবিজয় মাহালি,ডেবরাঃ এলাকার মানুষজনের আবেদনে একসঙ্গে চারটি এটিএমের উদ্ধোধন করলেন ডেবরা বিধানসভার বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী ডঃ হুমায়ুন কবীর। এদিন প্রথমে লোয়াদা,তারপর গোলগ্রাম বাজার,মাড়তলা বাজার এবং শেষে ডেবরা বাজারে ফিতে কেটে নারকেল ভেঙে এটিএমগুলির উদ্ধোধন করেন মন্ত্রী। সঙ্গে ছিলেন কর্মাধ্যক্ষ বিবেকানন্দ মুখার্জী, সাংসদ প্রতিনিধি সীতেশ ধাড়া সহ অনান্যরা।