নিজস্ব সংবাদদাতাঃ তৃণমূলের তরফে আনুষ্ঠানিক ভাবে গোয়ায় কংগ্রেসের সঙ্গে বোঝাপড়া করতে চেয়ে প্রস্তাব পাঠানো হয়েছিল বলে গত কালই দাবি করেছিলেন তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র। তবে তাঁর অভিযোগ, দু’সপ্তাহ কেটে গেলেও কংগ্রেসের পক্ষ থেকে কোনও যোগাযোগ করা হয়নি। যদিও কংগ্রেস শিবিরের দাবি, গোয়ায় কংগ্রেস যে তৃণমূলের সঙ্গে জোট করবে না, তা অনেক আগেই স্পষ্ট করে দিয়েছিলেন এআইসিসি নেতা কে সি বেণুগোপাল।