New Update
/anm-bengali/media/post_banners/hL2aLz5N5ebopjuMpEgU.jpg)
দিগবিজয় মাহালি, ডেবরাঃ ডেবরা বাজার এবং ডেবরা মাছ বাজারে অসচেতনতার ছবি। যদিও ডেবরা বাজারকে বর্তমানে ডেবরা হরিমতী স্কুলে স্থানান্তর করা হয়েছে সেখানেও একই ছবি দেখা গেল। ক্রেতা বিক্রেতাদের মুখে মাস্ক নেই। ক্যামেরা দেখলেই মাস্ক পরতে শুরু করছে। আর সকাল সকাল স্থানীয় ডেবরা বাজার মুম্বাই রোড নাগরিক কল্যাণ কমিটির পক্ষ থেকে ডেবরা হাটে গিয়ে মাস্ক হাতে নিয়ে ক্রেতা ও বিক্রেতাদের সচেতন করা হচ্ছে।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us