সাংসদদের নয়া বার্তা সুদীপের!

author-image
Harmeet
আপডেট করা হয়েছে
New Update
সাংসদদের নয়া বার্তা সুদীপের!


নিজস্ব সংবাদদাতাঃ লোকসভার কোনও সাংসদ যেন দলের কোনও অভ্যন্তরীণ বিষয়ে ‘লিডার’-কে না জানিয়ে সই না করেন! এই মর্মে তৃণমূলের সমস্ত লোকসভা সাংসদকে বার্তা পাঠিয়েছেন লোকসভায় তৃণমূলের দলনেতা প্রবীণ সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়। তবে ঠিক কী কারণে সুদীপ ওই বার্তা পাঠিয়েছেন, তা নিয়ে তৃণমূল শিবিরে তৈরি হয়েছে বিভিন্ন অভিমত।