নিজস্ব সংবাদদাতাঃ মলনুপিরাভিয়ার ওষুধ ঘিরে বিতর্ক অব্যাহত। সম্প্রতি করোনা-আক্রান্তদের চিকিৎসায় ওই ওষুধটি ব্যবহারে ছাড়পত্র দিয়েছে সেন্ট্রাল ড্রাগস স্ট্যান্ডার্ড কন্ট্রোল অর্গানাইজেশন। অথচ তারপর থেকেই এর ক্ষতিকর পার্শ্বপ্রতিক্রিয়ার সম্ভাবনা থাকায় গোড়া থেকেই চিকিৎসকদের ওই ওষুধ খুব প্রয়োজন ছাড়া ব্যবহার না করার পরামর্শ দিয়ে আসছে 'আইসিএমআর'। দুই শিবিরের ভিন্ন মতের কারণে চিকিৎসক মহলে বিভ্রান্তি ছড়াচ্ছে বলে আজ সতর্ক করে দিলেন কোভিড টাস্ক ফোর্সের অন্যতম সদস্য গোবিন্দরাজন পদ্মনাভন।