আজ রেকর্ড পারদ পতন!

author-image
Harmeet
আপডেট করা হয়েছে
New Update
আজ রেকর্ড পারদ পতন!

নিজস্ব সংবাদদাতাঃ দিনের তাপমাত্রায় ফের রেকর্ড পতন। শুক্রবার রাতের তাপমাত্রা নামে ১৬. ৭ ডিগ্রি সেলসিয়াসে। যা স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি কম। শনিবার বিকেলের পর থেকে কমবে বৃষ্টির প্রভাব। রবিবার থেকে শুষ্ক আবহাওয়া থাকবে। রাতের তাপমাত্রা আগামী ৪৮ ঘন্টায় প্রায় ২ ডিগ্রি নেমে যাবে। রাতের তাপমাত্রা ১৪ ডিগ্রি সেলসিয়াস হবে বলে মনে করছেন আবহাওয়াবিদরা। তবে আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস, শনিবার দিনভর হালকা বৃষ্টি থাকবে দক্ষিণবঙ্গে। যে জেলাগুলিতে বৃষ্টি হবে তার মধ্যে রয়েছে দক্ষিণ ২৪ পরগনা, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর। উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার এবং আলিপুরদুয়ারে আজ হালকা বৃষ্টি হবে। দু এক জায়গায় বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টিও হতে পারে । তারপর থেকে আকাশ পরিষ্কার হয়ে যাবে। দুই থেকে তিন ডিগ্রি তাপমাত্রা কমবে এই জেলাগুলিতে। আগামী সাতদিন উত্তরবঙ্গে কুয়াশার দাপট থাকবে।